অমিত কর্মকার, লোহাগড়া প্রতিনিধি।। চট্টগ্রামর লোহাগাড়ায় গুজব ছড়িয় বশি দাম লবণ বিক্রির দায় ৫ মুদির দাকানীক জরিমানা করছ ভ্রাম্যমাণ আদালত। ১৯নভম্বর রাত উপজলার বটতলী মাটর স্টশন¯ কাঁচা বাজার ও আলুরঘাট রাড ভাক্তা অধিকার আইন এ জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করন লাহাগাড়া উপজলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মুহাম্মদ তছিফ আহমদ। বটতলী মাটর স্টশন¯ কাঁচা বাজার তানভীর স্টারক ২০হাজার টাকা, কামাল স্টারক ২০হাজার টাকা, আলুরঘাট রাড¯ ফরিদ স্টারক ২০হাজার টাকা, আলী এন্ড সন্সক ১০হাজার টাকা এবং হাজ্বী এ রহমান এন্ড সন্সক ২৫হাজার টাকাসহ মাট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রট তথা উপজলা নির্বাহী অফিসার মুহাম্মদ তছিফ আহমদ বলন, কিছু অসাধু ব্যবসায়ীরা গুজব ছড়িয় অতিরিক্ত দাম লবণ বিক্রি করছিল সংবাদ পয় ছদবশ তিনি বটতলী কাঁচা বাজার হত ৩৫ টাকার লবণ ৫০টাকা দিয় ক্রয় করন। দাকানীরা গুজব ছড়িয় সাধারণ মানুষক অতিরিক্ত দাম লবণ বিক্রি করায় ৫মুদির দাকানক ৯৫হাজার টাকা জরিমানা করা হয়ছ। এ অভিযান অব্যাহত থাকব বল তিনি জানান।
অভিযানকাল নির্বাহী ম্যাজিস্ট্রট তথা উপজলা সহকারী কমিশনার (ভমি) পদ্মাসন সিংহ, এসআই গালাম কিবরিয়া, প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মুসলম উদ্দিন ও সিএ মুহাম্মদ রুবল উপ¯িত ছিলন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম