মিজানুর রহমান।। আজ দিবগত রাত ২৭শে রজব ( সবে মেরাজ)১৪৪১ হিজরী মোসলমানদের জন্যে এক মহিমাম্বিত ইবাদতের গুরুত্ব অপরিসীম ইবাদতের আমাদের চাওয়া পাওয়া আবেদন ও নিবেদন হবে বান্দার গুনাহ হইতে ক্ষমা প্রার্থনা করা এবং বর্তমানে বিশ্বের মহামারি করোনা থেকে হফাজতের প্রার্থনা করা সকল মমিনের দ্বায়িত্ব্য কর্তব্য বলে আমি মনে করি।