
আহসান টিটু (বাগেরহাট) : শরণখোলায় সাজাপ্রাপ্ত ১৩ মামলার পলাতক আসামি সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রাজৈর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। তার নামে শরণখোলা থানায় অস্ত্র, মাদক, চুরি, বিষ্ফোরক, ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সে সাজাপ্রাপ্ত।
তিনি আরও জানান, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের নূরু মোল্লার ছেলে সাইফুল খুবই দুর্ধর্ষ প্রকৃতির। মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হলে সে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম