ভোলা সংবাদদাতা।। গুঞ্জন শুনা যাচ্ছে শশিভূষণ থানা ছাত্রলীগের কমিটি গঠনের। আর তাই শশিভূষণ থানা ছাত্রলীগের নেতৃবৃন্দরা এখোন থেকেই শুরু করে দিয়েছেন লোবিংসহ দলীয় প্রোগ্রাম ও নানারকম রাজনৈতিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ততা। অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি শশিভূষণ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুগ্ন আহ্বায়ক তারেক পন্ডিত রাজনৈতিক ও সামাজিক সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে দির্ঘ রাজনৈতিক ছাত্রনেতৃত্বে তৃনমূল নেতাকর্মিদের আস্থা ভালোবাসাসহ জনপ্রিয়তায় আলোচনার শির্ষে এগিয়ে রয়েছেন বলে একাদিক সূত্রে জানা গেছে।
তারেক পন্ডিত বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা ছাত্রলীগের একজন নির্ভিক সৈনিকের মতো কাজ করে যাচ্ছেন দক্ষিণাঞ্চলের ছাত্রনেতৃত্বকে মূল ধারায় নিয়ে আসার জন্য।
আরও দেখুনঃ ভূমি সেবায় অনন্য নজির রূপসা উপ’এসিল্যান্ড সুস্মিতা সাহা
তারেক পন্ডিত জানান, জননেত্রী শেখহাসিনার স্নেহধন্য ভোলা-৪ আসনের সাংসদ চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের সন্তান, এ জনপদের খেটে খাওয়া মেহনতী শ্রমিক ও জনগনের বন্ধু সাবেক পরিবেশ বন ও জলবায়ু উপমন্ত্রী বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি জননেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের হাতকে শক্তিশালি করে এবং বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিণির্মানে যেন এ অঞ্চলের ছাত্রলীগের নেতৃত্ব জননেত্রী শেখহাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্বয়কে সম্মানের সাথে এগিয়ে নিয়ে যেতে পাড়ে এজন্য আমি শশিভূষন থানা ছাত্রলীগকে আরোও সুসংগঠিত করতে আগামীতে যেন কাজ করে যেতে পাড়ি।