নিজস্ব প্রতিবেদক।। প্রয়াত নায়ক সালমান শাহ বিয়ে করতে চেয়েছিলেন চিত্রনায়িকা শাবনূরকে। পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে এসব তথ্য।
সোমবার রাজধানীল ধানমন্ডিতে পিবিআইয়েল হেড কোয়াটার্সে এসব তথ্য জানান সংস্থার প্রধান বনজ কুমার মজুমদার। তদন্তে জিজ্ঞাসাবাদের সময় তার পরিবারের কাছ থেকে বিষয়টি স্পষ্ট হয়েছে বলে তিনি জানান।
পিবিআই প্রধান জানান, সালমানের বোড়ির সহযোগীরকে জিজ্ঞাসাবাদের সময় তিনি জানিয়েছে, সালমান শাবনূরকে বিয়ে করতে চেয়েছেন এবং সামিরা এবং শাবনূরকে নিয়ে এক সাথে বসবাস করতে চেয়েছিলো তিনি।
কাজের সহযোগী আরও জানান, সালমানের স্ত্রীর সাথে প্রায়ই তাদের ঝগড়া হতো শাবনূরকে নিয়ে । মৃত্যুর আগেরদিনও শাবনূরকে নিয়ে কথা কাটাকাটি হয় সালমানের।
এছাড়া একাধিকসূত্রে জানা যায়, বৈবাহিক জীবনে অশান্তি থাকায় সামিরাকে তালাক দিতে চেয়েছিলো সালমান শাহ।
সালমানে আত্নহত্যার কারন হিসেবে পিবিআই জানিয়েছে, সালমান শাহ্ ও চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাধিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা, জটিল সম্পের্কর বেড়াজালে পড়ে পুঞ্জিভূত অভিমানে রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা।