আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিট (সেকমো) চিকিৎসক মশিউর ও রফিকুল ইসলামের কুট কৌশলে সরকারী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার শত শত রোগী।
দীর্ঘদিন যাবত উর্দ্ধতন কর্তৃপক্ষ-কে ম্যানেজ করেই নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের বেসরকারী ক্লিনিকি ও ডায়াগণস্টিক সেন্টারে পাঠিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের অর্থ। সেই সাথে নিয়ম বহির্ভুতভাবে চালিয়ে যাচ্ছেন শিশু চিকিৎসা।
বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে তাদের অনিয়ম-দূর্নীতির খবর একাধিকবার প্রকাশ হলেও অজানা কারনে বছরের পর বছর ধরেই বহাল তবিয়তে একই কর্মস্থলে থেকে অর্থ বানিজ্যের মহোৎসবে মেতেছেন এ দুই কর্মকর্তা।
বিভিন্ন ওষুধ কোম্পানি ও ডায়াগণস্টিক সেন্টারের সহিত সপ্তাহ চুক্তিতে পাঠাচ্ছে রোগী,সাথে দিচ্ছেন ব্যবস্থাপত্র। ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের কাছ থেকে সুবিধা নিয়ে ব্যবস্থাপত্রে লিখছেন অপ্রয়োজনীয় ওষুধ যা রোগীদের জন্য ক্রয় করা কষ্টকর হয়ে ওঠছে।
বহির্বিভাগের এনসিডি কর্ণারে উপজেলার সাড়াতলা গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা কুলসুমসহ একাধিক রোগী জানান,ডাক্তার মশিউর নাভারন হাসপাতালে চিকিৎসা না দিয়ে হাসপাতালের সামনেই তার নিজস্ব চেম্বারে ৪০০টাকা ফি নিয়েছেন।
উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা (সেকমো ) মশিউর রহমান জানান,আমার পোষ্টিং উপজেলার নিজামপুর ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে। কিন্তু সেখানে সরকারিভাবে কোন স্বাস্থ্য উপকেন্দ্র না থাকায় আমি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি করে আসছি দীর্ঘদিন ধরে। এছাড়া রফিকুলও একইভাবে এখানে ডিউটি করে আসছে দীর্ঘদিন ধরে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মশিউর রহমানের পোস্টিং শার্শার নিজামপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ও রফিকুল ইসলামের পোস্টিং গোগা ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে। ঐ দুই জায়গায় ডিউটি না করে তারা নাভারন উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে রোস্টার ডিউটি করেন। আর এ সুযোগে অনিয়ম-দুর্নীতির আশ্রয়ে হয়েছেন বিশাল অর্থবিত্তের মালিক।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইউসুফ আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।এ বিষয়ে যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি সাহা'র সহিত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। (চলবে)
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম