আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শায় ট্রেনে কাটা পড়ে রনি হোসেন (২০) নামে এক বাক প্রতিবন্ধি যুবক নিহত হয়েছে। নিহত রনি উপজেলার শ্যামলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে জন্ম থেকে বাক প্রতিবন্ধি।
সোমবার বিকাল ৫টার পরে খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন বেনাপোল থেকে ছেড়ে খুলনার উদ্যেশ্যে যাওয়ার সময় শার্শা উপজেলার গেট শ্যামলাগাছি নামক স্থানে ট্রেন লাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দির আহম্মদ তোতা জানান, নিহত রনি জন্ম থেকে বাক প্রতিবন্ধি। সে চলা ফের করলেও কানে শুনতে পারতো না। রেল লাইন পার হওয়ার সময় দ্রুত ট্রেন চলে আসলে সে শব্দ শুনতে না পারার কারণে কাটা পড়ে তার একটি পা ও একটি হাত কেটে যায় এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম