শার্শা প্রতিনিধি।। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসানের দিক নির্দেশনা অনুযায়ী সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে ও শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যশোরের শার্শা উপজেলার উলাসী ও বাগআঁচড়া ইউনিয়ানে সাধারণ মানুষের মাঝে লিফটের মাধ্যমে প্রচারণা চালায় উপজেলার তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় বাংলাদেশ সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে নৌকায় ভোট চায় তারা।
এসময় তৃণমূল নেতাকর্মীরা বলেন:নৌকা যার আমরা তাঁর আমাদের নেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা একজন যোগ্য নেত্রী। তিনি বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ নিয়ে একটি আধুনিক ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যাঁর ফলস্বরূপ আমরা ইতিমধ্যে উন্নয়নের মাইল ফলক অর্জন করেছি।আমরা আশা করছি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারন মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করবে (যশোর-১) শার্শা আসনে আওয়ামী লীগ মনোনয়ন পদপ্রার্থী জননেতা নাজমুল হাসানের নির্দেশনায় আমরা এই আসনে জাতীর পিতার নৌকা, শেখ হাসিনার নৌকা বিজয় নিশ্চিত করবো। কারন এই আসনের তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করেন, যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে দ্বিতীয়বার চিন্তা করে না।
উক্ত প্রচার প্রচারণার উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া,শার্শা উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি অহেদুজ্জামান অহেদ,উপজেলা যুবলীগের সদস্য শফিক মাহমুদ ধাবক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কবির হোসেন, ইউপি সদস্য আজিজুল ইসলাম,যুবলীগ নেতা কবিরুজামান কবির,ছাত্রলীগ নেতা ডিকুল হোসেন, সাইফুল ইসলাম,সানিসহ শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগি সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম