নিজস্ব প্রতিবেদক।। যশোরের শার্শা উপজেলায় ৩০টি মামলার পলাতক আসামি সাবেক মেম্বার আনোয়ার হোসেন ওরফে আইনালকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টা সময় শার্শা থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম। এসময় তিনি বলেন,সোমবার ১২মে গভীর রাতে যশোর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এছাড়া ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সে।
আটককৃত আসামি হল: আনোয়ার হোসেন ওরফে আইনাল,পিতা মৃত দুদু মিয়া,গ্রাম বসতপুর,থানা শার্শা,জেলা যশোর।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আইনালকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে থানায় ৩০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলো। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হই।
উক্ত বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম-কে তিনি বলেন, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার স্যার এর নির্দেশে সংঘটিত বিভিন্ন চুরি,ডাকাতি,অপহরণ,হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধারসহ সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ পুলিশের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে। আটক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম./শিরিন আলম