শার্শা প্রতিনিধি।। শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড় থেকে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৮ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে যশোরগামী তামিম পরিবহনের একটি বাস (যার নম্বর টাঙ্গাইল মেট্রো জ-১১-০০৪৮) তল্লাশি করে বাসের ভিতর থেকে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারণ-সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। সাতক্ষীরা হতে যশোরগামী তামিম পরিবহনের বাস তল্লাশি করে বাসের ভিতর থেকে ৮৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে বাসটি ঘটনাস্থলে আসার আগেই ব্যাগটি রেখে লোকটি নেমে যায়।আটককৃত ইয়াবা ট্যাবলেট ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম