মোঃআসাদুর রহমান, শার্শা ( যশোর)প্রতিনিধি :
যশোরের শার্শায় অস্ত্র-গুলি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হচ্ছে, উপজেলার রামপুর গ্রামের মৃত মহিউদ্দীন বিশ্বাস"র ছেলে কবিরুল ইসলাম কবু (৪২)। শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল হাসান সঙ্গয় ফোর্স নিয়ে শার্শা উলাশী ইউনিয়ন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে অবস্থান করে । এ সময় প্রাথমিক বিদ্যালয় সামনের মাঠে বসে আছে সংবাদের ভিওীতে আটক করে তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভেতর থেকে ১টি ওয়ানশুটার গান ও ১রাউন্ড গুলি উদ্ধার করে আটক করা হয়। এ ব্যাপারে আটককৃত নামে শার্শা থানা অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম