বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় রবিবার সকাল ৯ ঘটিকার সময় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্প অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু।
অন্যন্যাদের মধ্যে বক্তব্যা রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও আলেয়া ফেরদৌস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন প্রমুখ।