মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শার কাশিপুর সীমান্ত থেকে শনিবার বিকাল ৪টার সময় ৯৮ বোতল ফেনসিডিল সহ আলম (৩৫)নামে এক মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের সদস্যরা । আটক আসামী বাড়ী শার্শা থানার টেংরালী গ্রামের মৃত মল্লিক মিয়ার ছেলে। ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাচালানীরা ভারত থেকে ফেন্সিডিল এনে টেংরালী পোষ্টের ৩৩ নাম্বার মেইন পিলারের কাছে অবস্থান করছে । এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের হাবিলদার ওলিউল্লাহ, হাবিলদার ইসমাইল হোসেন, হাবিলদার আব্দুল মতিন, ল্যান্স নায়েক জুয়েল, সিপাহী অহিদুল ইসলাম, সিপাহী আমির হোসেন, সিপাহী আঃ ছাতার, সিপাহী হাসনাত ও সিপাহী রাসেল সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৯৮ বোতল ফেনসিডিল সহ আসামীকে আটক করেন ।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।