মোঃ আসাদুর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রঞ্জু আহম্মেদ থানা পর্যায়ে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। ফেব্রুয়ারি ২০১৯ মাসের মাদক নির্মূল, ওয়ারেন্ট উপর পারদর্শিতার জন্য তিনি এই গৌরব অর্জন করেন।
আজ সোমবার সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যলায়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠনে পুলিশ সুপার মইনুল হক পিপিএম বিপিএম তার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
এ সময় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এএসআই রঞ্জু আহম্মেদ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হোসেন আলীর ছেলে। তিনি সকলের সোহযোগিতা কামনা করেন।