আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোরের নাভারণে বেসরকারি ক্লিনিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ করা হলো। শার্শা উপজেলার নাভারণ রেলষ্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত উপলক্ষ্য ক্লিনিক গত শনিবার বেলা সাড়ে ১২টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী ঝটিকা অভিযান চালিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেয়।
উপলক্ষ্য ক্লিনিকের পরিবেশ ও রুগীসেবার মান অতি নিন্মমনের হওয়ার কারনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সনদধারি কোন ডাক্তার ও নার্স খুজে পাওয়া যায়নি সেখানে। ১জন অপারেশনের রুগীসহ ৩জন রুগী সেখানে ভর্তি অবস্থায় পাওয়া যায় এবং আরেকজন রুগী অপারেশনের জন্য এসেছিল। সব রুগীদের অন্যত্র চলে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী বলেন, নাভারণের উপলক্ষ্য ক্লিনিক রুগীসেবা দেয়ার মত কোন পরিবেশ সৃষ্টি করতে পারেনি। সেখানে সনদধারি কোন ডাক্তার ও নার্স খুজে পাওয়া যায়নি।
প্যাথলজি, অপারেশন থিয়েটার (ওটি) বা অন্যান্য বিভাগগুলির পরিবেশ এতই নাজুক অবস্থায় আছে যা একটি ক্লিনিকের জন্য হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। স্বাস্থ্য বিভাগের নিয়ম-নীতির ভিতরে চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হওয়ায় উপলক্ষ্য ক্লিনিক সিল-গালা মেরে বন্ধ করে দেয়া হলো। এসময় নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রের প্রধান সহকারি কাম হিসাব রক্ষক আলামিনসহ অন্যান্য কর্মচারিবৃন্দ এবং শার্শা থানার পুলিশ উপস্থিত ছিল
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম