মোঃআসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত ১১ টার সময় ভারত থেকে পাচার হয়ে আসা ১৪৮২ বোতল ফেনসিডিল আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে শালকোনা নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শালকোনা ক্যাম্পের হাবিলদার আবু সাইদ সঙ্গী ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১৪৮২ বোতল ফেনসিডিল আটক করেন ।তবে বিজিবির উপস্তিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় ।আটককৃত ফেনসিডিল ব্যাটালিয়নের জমা হবে বলে জানিয়েছেন বিজিবি ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম