মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধি ঃ
যশোরের শার্শার কাশিপুর সীমান্তে ১২৩বোতল ফেনন্সিডিলসহ নুরুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালক কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিপুর বাজারের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার ব্যবহৃত ইজিবাইক আটক করে বিজিবি। আটক নুরুল ইসলাম ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের নজরুল ইসলামের ছেলে। যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার আমাদের শার্শা প্রতিনিধি আসাদুর রহমানকে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে বিজিবি’র হাবিলদার মদন কুমার মজুমদার এর নেতৃত্ব টহলদল কাশিপুর বাজারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযানে একটি ইজিবাইক আটক করে। পরে গাড়ি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১২৩বোতল ফেনন্সিডিল উদ্ধার করে। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।