নিজস্ব প্রতিবেদক।। রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, শিক্ষার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর গড়াচরা থানা নোহালী ইউনিয়নে শিক্ষার্থীদের বৃত্তি পুরষ্কার, বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, আজকের শিক্ষার্থী আগামীদিনে নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ বহন করবে। মুজিবের আদর্শে কেউ পথ হারাবে না কোমলমতি শিশুরা। আগামীর স্বনির্ভর বাংলাদেশ এবং তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার শিখরে আরোহনে আজকের এই কোমলমতি ছাত্র-ছাত্রীরাই আমাদের নেতৃত্ব দেবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমারাই হবে দেশ গড়ার কারিগর। তোমাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহী করার এই প্রচেষ্টা অব্যাহত রাখতে আমি বদ্ধ-পরিকর কারণ শিক্ষাই পূরণ করতে পারে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’র স্বপ্ন।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন শেখ হাসিনা সরকার বিনা বেতনে লেখাপড়া, বিনামূল্যে বই, উপবৃত্তি, সবই ভালো প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার করে যাচ্ছে। মায়ের গর্ভ থেকে শিশু সকল সুযোগ নিয়ে ভালো মানুষ হবে এ উদ্দেশ্যই প্রধানমন্ত্রীর বলে তিনি জানান।
এসময় পুলিশ সুপার আরও বলেন, মানবিক উন্নয়নের জন্য প্রধান এবং একমাত্র হাতিয়ার শিক্ষা। প্রতিটি শিশুর আছে শিক্ষা গ্রহণের অধিকার। একটি উন্নত ভবিষ্যতের জন্য বিদ্যালয় শিশুরা ভীষণ কৌতুহলী, কর্মঠ এবং প্রতিভা সম্পন্ন।
অনুষ্ঠান রংপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু