মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে নাভারণ কলেজ এর উদ্যোগে শিক্ষক-শিক্ষিকাগণের সাথে, বিগত ৩ বছরে এইচ এস সি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও পরবর্তী কর্ম পরিকল্পনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভিপতি সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সংসদ সদস্য আলহাজ্ব আফিল উদ্দিন তার বক্তব্যে বলেন, “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” অত্র কলেজের সকল পাঠ্য বিষয়ের উপর শিক্ষার মানন্নোয়নের লক্ষে অত্র কলেজের শিক্ষক বৃন্দের সাথে কলেজের সকল বিষয়ে আগামীতে একশত ভাগ পাস এইচ এস সি পরীক্ষায় ফলাফল কিভাবে করতে হবে সেই ব্যাপারে আপনারা যদি প্রতিটি বিষয়ে ক্লাসে শিক্ষাথীদের শতভাগ উপস্থিতি দেখাতে হবে তা হলে এই কলেজে আগামিতে ২০২০ সালে শতভাগ পাশ হবে।
এ মতবিনিময় আরো উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।