বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন জানান, মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকার তারাসীমা গার্মেন্টসের শ্রমিকবাহী বাসের বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে বাসে থাকা সাবিনা আক্তার নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বৃথী ও ফুলি বেগম নামে আরো দুজন মারা যান। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আহতদের মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম