আমাদেরবাংলাদেশ ডেস্ক।।গত শনিবার সকালে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের টেপড়ী গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, টেপড়ী গ্রামের জব্বার (৫০) একই গ্রামের পিতৃহীন এক স্কুল ছাত্রীকে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী হালিমের ফাঁকা বাড়ীর রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। ভিকটিমের চিৎকারে ঘটনাস্থল থেকে স্থানীয়রা ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মেম্বার দেলোয়ারের নেতৃত্বে রাত ১০টার দিকে এক শালিশী বৈঠক বসে।
বৈঠকে ধর্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করে ঘটনা মিমাংশায় ভিকটিমের মায়ের কাছ থেকে সাদা কাগজে জোড় করে স্বাক্ষর নেয়ার চেষ্টা চলে বলে অভিযোগ রয়েছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঐ রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ধর্ষককে আটক করে।
শিবালয় থানা ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, ধর্ষিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক ও শালিশী বৈঠকে নেতৃত্ব দেয়া ইউপি সদস্যকে আটক করা হয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ/রিফাত