আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শিশুদের জন্য অনলাইন গেমিংয়ে চীন কারফিউ জারি করবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।
রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত ১৮ বছরের চেয়ে কম বয়সী গেমারদের জন্য অনলাইন প্লেয়িং নিষিদ্ধ করা হবে।
এছাড়া তারা সপ্তাহের শেষদিন এবং ছুটির দিনগুলোতে তিন ঘণ্টা এবং অন্যান্য দিনে ৯০ মিনিট গেমিং করতে পারবে না।
চীনের শিশুদের ভিডিও গেম আসক্তি দূর করার জন্য সরকার সবশেষ যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে, এটি সেগুলোরই একটি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গেমিং মার্কেট চীনের সরকারি কর্মকর্তাদের মতে, অনলাইন গেমিং শিশুদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর।
মঙ্গলবার প্রকাশিত দেশটির সরকারি কর্মকর্তাদের জন্য দেয়া নির্দেশনায় শিশুদের অনলাইন গেমিংয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
প্রতি মাসে আট থেকে ১৬ বছরের গেমাররা ২৯ ডলার এবং ১৬ থেকে ১৮ বছর বয়সীরা ৫৮ ডলার পর্যন্ত ব্যয় করতে পারবে।
রিসার্চ ফার্ম নিউজু এর মতে, চীন এই ইন্ডাস্ট্রিতে নিয়ন্ত্রণ বাড়ানোয় চলতি বছর গেমিং মার্কেটে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র।
গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম গেমিং আসক্তিকে ‘গেমিং ডিজঅর্ডার’ নামের একটি মানসিক অবস্থা হিসেবে তালিকাভুক্ত করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম