আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্বে শীর্ষ ওয়াল স্ট্রিট ব্যাংকের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রথম কোনো নারীকে দায়িত্ব দেয়া হচ্ছে। এই নারী হলেন ফোর্বসের বিশ্বের শীর্ষ ১০০ জন ক্ষমতাশালী নারীর তালিকায় ৩২ নম্বরে স্থান পাওয়া জেন ফ্রেজার।
সিটি গ্রুপের প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং প্রধানের দায়িত্ব পালন করা এই নারীর নাম বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিটি গ্রুপ ঘোষণা দেয়।
৮ বছর দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মাইকেল করব্যাট অবসর নিতে যাচ্ছেন।
ফেব্রুয়ারিতে তিনি অবসরে যাবেন। প্রতিষ্ঠানটি আগামী সপ্তাহে নতুন ব্যাংকিং রিটেইল কর্মকর্তার নাম ঘোষণা করবে বলেও জানানো হয় বিবৃতিতে।
প্রতিষ্ঠানটির আর্থিক সংকট চলাকালীন ২০১২ সালে অবস্থার উত্তরণের জন্য করব্যাটকে নিয়োগ দেওয়া হয়।
গত ১৬ বছর ধরে সিটি গ্রুপে কাজ করছেন জেন ফ্রেজার । গত বছর প্রেসিডেন্ট হিসেবে ফ্রেজারের পদোন্নতির পরই, তিনি করব্যাটের উত্তরসূরী হতে যাচ্ছেন- এমন জল্পনা কল্পনা শুরু হয়।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম