আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শুদ্ধ শ্বাসের অপেক্ষায় আজ পৃথিবী অসুস্থ মানবতা
অক্সিজেনের দাম বাড়িয়ে দিয়ে
মানবিক হয়,আজ ফেরিওয়ালা।
ধরে নাও ফুসফুসে দগদগে
কোভিডের দাগ বহন করে
টিকে থাকবে
সাড়ে চারশো কোটি মানুষের
এই সভ্যতা…
ধরে নাও এটাই নিয়তি
আরো বহুযুগ চলবে
বহুদিন চলবে এই হতাশা
কোভিডের দাগ বহন করে
বয়ে চলে যাবে এই সভ্যতা।
তুমি আমি আর হয়তো পাবো না
শতশুদ্ধ বাতাসের নির্মলতা…
আজ বেঁচে থাকাটাই যেখানে
একটা উৎসব
অথবা অসহ্য বিবিধ জ্বালা।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু