শুভ জন্মদিন.....
আজ সফওয়ানের শুভ জন্মদিন
দেখতে দেখতে পনেরো বছরে
পা দিলো সফওয়ান
আমার ছোট্টো ছেলেটা,
বাবা যে তার একা করে
রেখে গেলো ও পারে
এখন শুন্য বাড়িটা।
মাঝে মাঝে বোকা
প্রশ্ন করে মাকে
আর কটা দিন,
থাকতো না হয় বাবা!
বিধাতার ক্ষমতা ছিলো অসীম।
একি কথা কেদেঁ আজ
বলছে ছেলে
বাবার সাথে আছে কত
স্মৃতি অমলিন
আজ তার
শুভ জন্মদিন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম