আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনের উহানে করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে বেশ কয়েকটি ল্যাবকে করোনাভাইরাসের নমুনা ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছিল বলে স্বীকার করেছে চীন।
তবে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের কাছ থেকে তথ্য গোপন করার জন্যে নয়, অননুমোদিত ল্যাবগুলোর নিরাপত্তাজনিত কারণে এই নির্দেশ দেয়া হয়েছিল বলে জানায় দেশটি। শুক্রবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের বিজ্ঞান ও শিক্ষা বিভাগের কর্মকর্তা লিউ দেংফেং এক সংবাদ সম্মেলনে একথা জানান।
উহানে প্রথম রহস্যজনক একটি ভাইরাসের কারণে নিউমোনিয়া দেখা দেয়ার পর নমুনা সংগ্রহ করে চীনের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। তবে সংক্রমণ থেকে নিরাপদ থাকতে নমুনাগুলো ধ্বংস করা হয় বলে দাবি করেছে চীন।