প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২১, ১০:৫৮ অপরাহ্ণ
শুরু হয়ে গেল গবেষকদের জন্য অনন্য উদ্যোগ ‘আইডিয়া সিরিজ’

সাবিত হাসান ।। বাংলাদেশের জনপ্রিয় একটি অনলাইন অলাভজনক প্ল্যাটফর্ম "গবেষক হতে চাই:: Be Researcher BD(BRBD)"। প্ল্যাটফর্মটি গবেষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটি গবেষকদের জন্য আইডিয়া সিরিজের মতো অনন্য একটি উদ্যোগ গ্রহণ করেছে।
আইডিয়া সিরিজের মাধ্যমে ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি গবেষণা বিষয়ের উপর আলোচনা করা হবে। সেই নির্দিষ্ট বিষয়ের উপর গবেষণার ভিন্ন ভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। যাতে করে নবীন গবেষকরা গবেষণার বিভিন্ন বিষয় শিখতে পারেন ও গবেষণার জন্য দারুন দারুন আইডিয়া পেতে পারেন।
এদিকে গত ১৯ মার্চ সকাল ১১ টায় নাঈম রিয়াজ ( ক্যাম্পাস রিসার্চ এম্বাসেডর, হাবিপ্রবি, দিনাজপুর) এর পরিচালনায় আইডিয়া সিরিজের প্রথম লেকচার "Recent Advancement in Electrical Power Engineering" অনুষ্ঠিত হয়। উক্ত লেকচারের আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. রবিউল ইসলাম (ওলংগং বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া) ।
উল্লেখ্য যে, প্রায় দেড় ঘন্টার লেকচারে ড. রবিউল ইসলাম Electrical Power Engineering এর সমসাময়িক গবেষণার বিভিন্ন বিষয়বস্তু খুবই সুন্দর করে তুলে ধরেন, যা নবীন গবেষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ।
উক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের সিএসই বিভাগের সহকারি অধ্যাপক ও গবেষক হতে চাই প্ল্যাটফর্মটির রুপকার মোঃ ছাবির হোসাইন। তিনি বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার এই প্রচেষ্টা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই “গবেষক হতে চাই” প্ল্যাটফর্মটির পথচলা।
আইডিয়া সিরিজের আরো লেকচার সামনে আসছে। আগামী লেকচারসহ যারা গবেষণা আগ্রহী তারা বিস্তারিত জানতে চোখ রাখুন - https://www.facebook.com/beresearcherbd/
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম