শেরপুর প্রতিনিধি।। শেরপুর জেলা শহরের সজবরখিলা মহল্লায় ১৪ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ৪ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করেছে।
ধৃত যুবকদ্বয় হলেন- গোপাল বাড়ী এলাকার গোবিন্দ তুরাহার ছেলে চিরন জিৎ তুরাহা বোধন তুরাহা (২০) ও সজবরখিলা মহল্লার বাসিন্দা হিরা লাল দাসের ছেলে রূপন চন্দ্র দাস (৩৫)। গোপান সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে সজবরখিলা মহল্লায় অভিযান চালায়।
এসময় চিরন জিৎ তুরাহা বোধন তুরাহার প্যান্টের পকেট থেকে ৩ গ্রাম হেরোইন ও রূপন চন্দ্র দাসের কাছ থেকে ১ গ্রাম হোরাইন উদ্ধার করা হয়।
এব্যাপারে শেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে।
জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ধৃত যুবক চিরন জিৎ তুরাহা বোধন তুরাহা ও রূপন চন্দ্র দাস কে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম