মইনুল হোসেন প্লাবন,শেরপুর প্রতিনিধি।।আগামী ১৪ ফেব্রয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনো নয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইন জীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
১৭ জানুয়ারি রবিবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের কাছে ওই মনোনয়ন দাখিল করেন তিনি। মনোনয়ন দাখিলকালে এডভোকেট আধারের সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন হাজারী, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ সুরুজ্জামান, সাপ্তাহিক দশকাহনীয়ার সম্পাদক-প্রকাশক মুহাম্মদ আবু বকর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আলাল, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, যুবলীগ নেতা আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবক-ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাসানু জ্জামান ও সুলতান মাহমুদ সুজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘ ২ মাস যাবত এককভাবে নির্বাচনের মাঠ চষে বেরিয়ে ভোটারদের আস্থা অর্জন করে আলোচনার শীর্ষে অবস্থান করলেও দলীয় মনোনয়নবঞ্চিত হন এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওই অবস্থায় অনেক চরাই-উৎরাইয়ের পরও তিনি বৃহৎ উত্তর-পশ্চিমা ঞ্চলসহ শহরের মাঠ পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ ভোটারদের আশা-আকাঙ্খার দিকে তাকিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হয়েই মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকালে আচরণবিধির কারণে জেলা নির্বাচন অফিসের সামনে তার সমর্থকদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম