নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
আরিফ প্রধান,শ্রীপুর-গাজীপুর:গাজীপুর শ্রীপুরে ১৫ পিচ ইয়াবাট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
১১/০১/১৯ তারিখ শুক্রবার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম-২, এএসআই ফয়েজ উল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ
থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রাজাবাড়ি এলাকা থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১।মো:আ:কুদ্দুস গাজী(৩৫)কে আটক করে।
আটক কুদ্দুস গাজী,চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার প্রতাশী গ্রামের-মো:আবু গাজীর ছেলে।
বর্তমানে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুুর এলাকায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদুল ইসলাম ক্রাইমভিশন24ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত কুদ্দুস গাজীকে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম