আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানের গোডাউন সিলগালা করা হয়।
মঙ্গলবার (১সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লংঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় উপজেলার স্টেশন রোডস্থ লোকনাথ স্টোর ও মডার্ন স্টোর হতে আনুমানিক ৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া অমিত এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি গোডাউনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ রাখার তা সীলগালা করা হয়।
জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ব্যবহার অনুপযোগী করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম