
আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।। শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে মহসিন মিয়া মধু (স্বতন্ত্র প্রার্থী) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫হাজার ৯৮৯ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৩২ ভোট।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে অনুষ্ঠিত ভোটগ্রহণে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের টহল অব্যাহত ছিলো।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন ১নং ওয়ার্ডে মো. আলকাছ মিয়া, ২নং ওয়ার্ডে মো. আব্দুল জব্বার আজাদ ,৩নং ওয়ার্ডে মো. হানিফ চৌধুরী, ৪নং ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডে মসুদুর রহমান মসুদ, ৬নং ওয়ার্ডে কাজী আব্দুল করিম, ৭নং ওয়ার্ডে মীর এম এ সালাম , ৮নং ওয়ার্ড মো. ছাদ উদ্দিন , ৯নং ওয়ার্ডে চয়ন রায়। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থীরা হলেন-তানিয়া আক্তার,রোকেয়া পারভীন, শারমিন জাহান।
মৌলভীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ৩জন, সাধারণ কাউন্সিলার ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১২ জনসহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ২০ হাজার ৯৯ জন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম