ভারতের দিল্লীতে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সংঘর্ষে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। উত্তরপূর্ব দিল্লিতে কারফিউ জারি থাকলেও মৃতের সংখ্যা বাড়ছেই। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) সকালে দিল্লীর কয়েকটি হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি।
সংঘর্ষে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
গত দুইদিনের সংঘর্ষের পর দিল্লী আজ তুলনামূলকভাবে শান্ত হলেও রাজ্যটির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ ও কারাবাল নগরে ১৪৪ ধারা বহাল আছে।
এদিকে, সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে চার বিজেপি নেতার বিদ্বেষমূলক বক্তব্যকে সন্দেহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে বিচারক- তাকে বদলি করা হয়েছে। গত রাতে এক আদেশে জানানো হয় দিল্লী হাইকোর্টের বিচারক মুরালিধরকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করেছেন রাষ্ট্রপতি। ওই চার বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা আজই বিচারক মুরালিধরের বেঞ্চে জানানোর কথা ছিল।
এ সিদ্ধান্তকে লজ্জাজনক আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী।