নিজস্ব সংবাদদাতা।। ধারাবাহিক-ভাবে মিথ্যা,ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাব সম্পাদক এবং রিপোর্টার সাইদ আহমেদের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার ক্ষতিপুরনের মামলা করেছে দেশের শীর্ষস্থানীয় রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ।
ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে মঙ্গলবার ২৯/১০/২০২৪ ইং তারিখে মামলাটি করেন গ্রুপের ব্যবস্থাপক মো: মুরাদুল ইসলাম। মামলা নং-৭৫/২০২৪। বাদী নোমান গ্রুপের পক্ষে আইনজীবী তৌফিকুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। আইনজীবী বলেন,নোমান গ্রুপ,এর চেয়ারম্যান,এমডি ও পরিচালক গণের বিরুদ্ধে বিগত ০৪/১২/২০২২,২১/ ১২/২০২২,২৬ /১০/২০২৪ এবং ২৭/১০/২০২৪ ইং তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকা মিথ্যা,ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে ,মানহানিকর ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বন্ডের কাঁচামাল খোলাবাজারে বিক্রি করে'শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে নোমান গ্রুপ'অবৈধভাবে ব্যাংক ঋণ নিয়ে আত্বসাৎ'ভুয়া জামানতে তুলে নেয়া হয় সাড়ে ৪শ’কোটি টাকা'দেশ ত্যাগের পর নিষেধাজ্ঞা দিল দুদক'নোমান গ্রুপের ব্যাংক লুট-নিষেধাজ্ঞার আগেই দেশ ছাড়েন তিন পরিচালক' নোমান গ্রুপের চেয়ারম্যান ও পরিচারকদেরকে ব্যাংক লুটেরা এবং বৈসম্যবিরোধী ছাত্র আন্দেলন দমনে অর্থের যোগানদাতা আখ্যায়িত করে মিথ্যা,ভিত্তিহীন মানহানিকর ও হাস্যকর অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে প্রথমে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেয়ার পরও ভুল স্বীকার করেনি দৈনিক ইনকিলাব। ফলে নিজস্ব সুনাম রক্ষাথে আইনি পদক্ষেপ নিয়েছে নোমান গ্রুপ। ইতিপূর্বেও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম বাহাউদ্দীন এবং রিপোর্টার সাইদ আহমেদের বিরুদ্ধে মিথ্যা বনোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ২ হাজার কোটি টাকার মানহানি ও ৫ হাজার কোটি টাকার অর্থ মামলা দায়ের করা হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম