আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
নেপাল এসএ গেমসের অষ্টম দিনে তিনটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে আর্চারিতে পুরুষ ও নারীদের দলগত ইভেন্টে দু’টি ও ভুট্টানের বিপক্ষে আরেকটি স্বর্ন জিতেছে বাংলাদশ।
আজ (রোববার) তিনটি পদকই এসেছে আর্চারি থেকে। ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টের পর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতল বাংলাদেশ।
পোখারায় রিকার্ভ পুরুষ দলগত আর্চারি ইভেন্টে স্বর্ণ পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ৩-২ সেটে পেছনে ফেলে শ্রীলঙ্কাকে। দেশের হয়ে খেলেছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল।
এরপর আর্চারিতে রিজার্ভ নারী দলগত ইভেন্টেও স্বর্ণ জেতে লাল সবুজের প্রতিনিধিরা। এবারের গেমসে এটি বাংলাদেশের নবম স্বর্ণ পদক। রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬-০ সেট পয়েন্টে হারান বাংলাদেশের তিন আর্চার পপ্রতিযোগী—ইতি খাতুন, মেহনাজ আক্তার ও বিউটি রায়।
এসএ গেমসের চলতি আসরে আর্চারিতে ১০ ইভেন্টেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর্চারিতে বাংলাদেশের আরো স্বর্ণ জয়ের সম্ভাবনা রয়েছে।
এই আট দিনে (দুপুর পর্যন্ত) ৯টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এসএ গেমসে বাংলাদেশের পদক জয় শুরু হয় বোঞ্চ পদক দিয়ে। এরপর দ্বিতীয় দিন দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোর দিপু চাকমা। পরে তৃতীয় দিন তিনটি স্বর্ণ জেতেন কারাতেকাররা। মাঝে তিনদিন স্বর্ণ পদকের দেখা না পেলেও ছিল রোপা ও বেওাঞ্জ পদক। এরপর গতকাল (শনিবার) তিনটি স্বর্ণ পদক পায় বাংলাদেশের ক্রীড়াবিদরা। এর মধ্যে ২টি স্বর্ণ আসে ভারোত্তলন থেকে এবং আপরটি আসে ফেন্সিং থেকে।
আবা/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম