আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বোর্ড বাজার এলাকায় শশুরের বিরুদ্ধে ছেলে বউকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠেছে। উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ঐ এলাকার এক সন্তানের জননী (ছদ্মনাম)স্বর্ণা আক্তার(২৫)কে তার শশুর দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছিল।
গত সপ্তাহে গৃহবধূর স্বামী গাড়িচালক জসিমউদদীন বাড়ীতে না থাকায় একা পেয়ে অভিযুক্ত শশুর পিছন থেকে তাকে ঝাপঁটে ধরে।পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে খুব দ্রুত সটঁকে পড়েন।ভুক্তভোগী এই ঘটনায় বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।গত মঙ্গলবার সখীপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর মাওনা এলাকা শমসের আলীর ছেলে বিল্লাল হোসেন (৬২)কে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত)প্রভাষ কুমার বলেন,স্থানীয়রা ইতিপূর্বেও এমন ঘটনার সত্যতা আছে বলে নিশ্চিত করেন। এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন জানান,অভিযুক্ত শশুরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম