আহমেদ সাজু (সখীপুর)টাঙ্গাইল: ময়মনসিংহের ভালুকা উপজেলার পিডিবি'র বৈদ্যুতিক তার পাচরের সময় টাঙ্গাইলের সখীপুরে এক যুবককে বৈদ্যুতিক তার ও মালামালসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার কচুয়া-সাড়াসিয়া সড়কের একটি ভাঙারির দোকানে এ উদ্ধার অভিযান চালায় সখীপুরের বিদ্যুৎ বিভাগ ও পুলিশ। এসময় আল-মামুন (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আল-মামুনের বাড়ি পাবনা জেলায়। সে ১৫ বছর ধরে উপজেলার কচুয়া বাজারে সীসার ব্যবসা করে আসছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভালুকা উপজেলার মল্লিকবাড়ি এলাকায় অন্তর নামের এক ঠিকাদারের গোডাউন থেকে বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ গুলো ক্রয় করে সখীপুর নিয়ে আসা হয়। সখীপুরের কচুয়া বাজারের একটি ভাঙারির দোকান থেকে মালামাল গুলো পাচারের চেষ্টা করে একটি চক্র। সংবাদ পেয়ে সখীপুর থানা পুলিশ মালামালসহ একজনকে আটক করে। উদ্ধারকৃত বৈদ্যুতিক এইচটি ও এলটি তারের পরিমাণ ৬'শত কেজি। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।
আরও জানা যায়, প্রায় দেড় বছর আগেও ভালুকা পিডিবি'র কিছু তার পাচারের সময় আটক করে পুলিশ। তারগুলো ছিলো এই অন্তর নামের এই ঠিকাদারের। পরে তার গুলো ভালুকা পিডিবি অফিসে হস্তান্তর করে পুলিশ। অন্তর বিদ্যুতের একজন ঠিকাদার। এছাড়া ওই অন্তরের নামে দেড় বছর আগে সখীপুর পিডিবি'র নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর তালুকদার নানা অভিযোগ তুলে সখীপুর থানায় একটি ডায়েরি করেন। সে বর্তমানে সখীপুরে থাকেন না।এ অভিযোগের বিষয়টি সম্পর্কে জানতে তার একাধিক ফোন নম্বরে চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সখীপুরের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, খবর পেয়ে সখীপুর থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি।সেখানে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করি। তবে মালামাল গুলো সখীপুর বিদ্যুৎ অফিসের নয়। এখানে যে অন্তরের নাম বেরিয়ে আসছে সে সখীপুর অফিসে দুই বছরের মধ্যে কোন কাজ করে নাই। সখীপুর থানার ওসি আবুল কালাম আজাদ ভূইয়া বলেন, সরকারি বৈদ্যুতিক তারসহ এক যুবককে আটক করা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম