সততার প্রতীক: মফিজুল ইসলাম,পিপিএম
দুষ্টের দমন শিষ্টের পালনে
অঙ্গিকারাবদ্ধ ও প্রতিজ্ঞা নিয়ে
করেছিলেন যোগদান
বাংলাদেশ পুলিশ বাহিনীতে
সততা ও নিষ্ঠার প্রতীক হয়ে
হুংকার ছাড়েন অপরাধীদের
"নিস্তার নাই মাদক- সন্ত্রাসীদের
যতদিন রবে প্রান ধমনিতে"।।
তিনি হলেন প্রলয়
তিনি ভেঙ্গে করেন খানখান
ধ্বংস করেন সন্ত্রাসীদের আস্তানা
তাহার রয়েছে সততার হাতিয়ার
করেন না ভয় কখনো
জনসেবাই তাহার পূজার্চনা।।
তিনি হলেন প্রলয়
মজলুমের আর্তনাদ শুনে
ধ্বংস করেন অত্যাচারীর মসনদ
বিধাতা দিয়েছে তাহাকে
গুরু দায়িত্ব
নিয়েছেন ধর্মগ্রন্থের শপথ।।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম