আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা নিয়ে ভারতের জন্য আশঙ্কার খবর শোনালেন হু এর প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন। তিনি জানান যে,ভারত যদি সতর্কতা অবলম্বন না করে তাহলে গ্রামগুলি করোনার নেক্সট তার্গেট হয়ে উঠবে যা ভারতকে তছনছ করে দেবে।
প্রসঙ্গত,সৌম্যা স্বামীনাথন হলেন বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক যিনি পূর্বে ভারতের ICMR(Indian Council of Medical Research)-এর প্রধান ছিলেন। তিনি বিজনেস টুডে নামক একটি সংবাদ মাধ্যমে জানান যে,এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বাধ্য হওয়া মানুষজনই ভারতের প্রধান চিন্তার বিষয়।
কারণ তাদের দ্বারাই এই ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা সবথেকে বেশী।আর এই ভাইরাস যদি একবার গ্রামে ছড়িয়ে পড়ে তবে গোটা দেশজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সতর্কতা না মানলে গ্রামগুলি হয়ে উঠবে করোনার আতুরঘর- WHO এর প্রধান বৈজ্ঞানিক তিনি আরও উদ্বেগ জানিয়ে বলেন যে,ভারতের অনেক জায়গাতেই সামাজিক দূরত্ব মেনে চলা হয় না।
ভারতের অনেক পরিবারেই একই রুমে একসাথে অনেক মানুষ থাকেন এবং একই বাথরুম ব্যবহার করেন।ফলে এতে যেকোনো ধরনের রোগের সংক্রমণের প্রবণতা বেড়ে যায়। তাছাড়া যেসমস্ত মানুষ বাইরে থেকে বা ভিন রাজ্য থেকে লকডাউনের মধ্যেই পায়ে হেটে বাড়ি ফিরতে বের হয়েছেন,তারা যদি গ্রামে পৌঁছে যান এবং কোনোকারনে কেউ এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে যান,তাহলে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হবে।
তিনি বলেন যে, গ্রামের মানুষদের কাছে গিয়ে আরও বেশী পরিমাণে পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে।কোনো ব্যক্তি বাইরের কোন কোন শহর থেকে এসেছেন এবং তাদের এই ভাইরাসের সংক্রমণ রয়েছে কিনা তারজন্য কেন্দ্র সরকারকে তৎকালীন টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে।
করোনা থেকে বাঁচার উপায়ঃ
এই ভাইরাস থেকে বাঁচতে হলে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে,সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।পাশাপাশি সামাজিক স্থানে থুতু ফেলা যাবে না।এর দ্বারা এই ভাইরাসকে অনেকটাই রুখে দেওয়া যেতে পারে।
এরপর তিনি বলেন যে,ভারত,ইউরোপ বা পৃথিবীর অন্যান্য দেশ সবাই করোনার কাছে পরাজিত হয়েছেন।বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে।এরজন্য প্রত্যেক দেশকে মোট তিনটি পদ্ধতিতে কাজ করতে হবে-শর্ট টাইম,মিডিয়াম টার্ম এবং লং টার্ম।
লকডাউনের পরেও সরকারকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেদিকে গুরুত্ব আরোপ করতে হবে।পাশাপাশি বিভিন্ন ধরনের জনসমাগম স্থল বা সভার উপর প্রতিবন্ধকতা জারি করতে হবে।
(সূত্র বিজনেস টুডে)
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম