ঢাকা।। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায় ঘোষণার পর ফাহাদের বাবা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি আশা করেছিলাম সব আসামির ফাঁসি হবে।’
তবে, সবার ফাঁসি না হলেও আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।
তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে। এছাড়া দ্রুত রায় কার্যকরের দাবিও জানান হত্যাকাণ্ডের শিকার হওয়া ফাহাদের বাবা। বরকত উল্লাহ বলেন, আমার সন্তানের মতো করুণ পরিণতি যেন আর কারও না হয়।
রায় ঘোষণার আগেও ফাহাদের বাবা আশা প্রকাশ করেন, সব আসামির যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় এবং কোনো আসামি যেন খালাস না পায়।
এর আগে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান।
এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন ২২ আসামি। রায়ে ২৫ আসামির মধ্যে ২০ জনকে ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা–কর্মী।
রায় ঘোষণার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। আর বাকি তিন আসামি পলাতক রয়েছেন।
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ঘটনার পরদিন চকবাজার থানায় মামলা করেন ফাহাদের বাবা বরকত উল্লাহ।