সাভারে এক ব্যাংক কর্মকর্তাকে বলাৎকার করে ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারণকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প। গভীর রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর একটি হোটেলের সামনে টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করে র্যাব ৪ । আটক প্রতারকের নাম সেলিম আরাফাত (২৭) সে কুষ্টিয়া জেলার কালু মালিখার ছেলে।
র্যাব ৪ জানায়, এক ব্যাংক কর্মকর্তা সাভার সিটি সেন্টারের পিছনে কবির নামের এক ব্যক্তির চতুর্থ তলায় ভাড়া থাকতেন। পরে তার সাথে পরিচয় হয় সেলিম আরাফাত নামের এক প্রতারকের সাথে। পরে ওই প্রতারক ব্যাংক কর্মকর্তার সাথে সর্ম্পক গড়ে তুলে তাকে বিভিন্ন স্থানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বলাৎকার করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে আসছিলো। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যাংক কর্মকর্তার কাছে দুই লক্ষ টাকা দাবি করে আসছিলেন। এতে করে ওই ব্যাংক কর্মকর্তা মানুষিক ভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি র্যাব ৪ কে জানান। পরে গতকাল গভীর রাতে ওই প্রতারক সাভার বাজার বাসষ্ট্যান্ডে একটি হোটেলের সামনে ওই ব্যাংক কর্মকর্তার কাছ থেকে দুই লক্ষ টাকা নিতে আসলে র্যাব ৪ তাকে হাতে নাতে আটক করে।
এবিষয়ে র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,আটক প্রতারকের বিরুদ্ধে আজ দুপুরে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম