আপনার নিউজ পোস্ট করতে ক্লিক করুন
দেশের সংবিধান সংস্কার সংক্রান্ত কমিশনের বৈঠকে পুতিন বলেন, ‘‘আগেও বলেছি, আবার বলছি, আমি যত দিন প্রেসিডেন্ট, অভিভাবক ১, অভিভাবক ২ চালু হবে না। মা আর বাবাই থাকবেন।’’ যে সময়ে বহু দেশে সমপ্রেম বিবাহ স্বীকৃতি পাচ্ছে, সেই সময়ে পুতিনের এই মন্তব্যে সমালোচনা শুরু হয়েছে। দু’দশক ধরে রাশিয়ার ক্ষমতায় থাকা পুতিন অর্থোডক্স চার্চপন্থী বলেই পরিচিত। সমকামিতা, নারী-পুরুষে অবাধ মেলামেশার মতো উদার মতাদর্শ থেকে রাশিয়াকে দূরে রাখতে চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ইউরোপের বহু দেশে সমলিঙ্গে বিবাহ স্বীকৃত। সেখানে স্কুলগুলিতে অভিভাবকদের জন্য বাবা-মায়ের পরিবর্তে অভিভাবক ১, অভিভাবক ২ লেখার রীতি চালু হয়েছে। রাশিয়াতেও এমন দাবি তুলেছিল সমকামী সংগঠনগুলি।