সমাজের কথা: মফিজুল ইসলাম, পিপিএম
আমি সেই সমাজের কথা বলি
যে সমাজে মানুষের কাছে মানুষ নিরাপদ নয়।
আমি সেই সমাজের কথা বলি
যে সমাজে মাদকের ভয়াল থাবাতে
যুব সমাজকে করে অবক্ষয়।।
আমি সেই সমাজের কথা বলি
যে সমাজে পরকীয়ায় জড়িয়ে ধ্বংস হয়
একাধিক পরিবার
যে সমাজে প্রতিবাদ করতে গেলে
ক্ষতিতে পড়তে হয়
নিরপরাধীদের বারংবার।।
আমি সেই সমাজের কথা বলি
যে সমাজে যৌতুকের জন্য কন্যাদায়গ্রস্থ পিতা
নিরবে নিভৃতে কাঁদে
যে সমাজে প্রতারক/দালালদের দৌরাত্মে
সাদা মনের মানুষ গুলো পড়ে
ভয়ংকর প্রতারণার ফাঁদে।
চলো সমাজের কথা বলি
এসো সচেতন হই,
অন্যকে সচেতন করি
একটি সুন্দর সমাজ গড়ি।