প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২০, ২:৫৭ অপরাহ্ণ
” সমীকরণ সিদ্ধ নয় “
ডাঃ গোলাম রহমান ব্রাইট।।
গভীর নিমগ্নতায় ডুবে কল্পনাতে তোমায় খুঁজি
সত্যের নির্মম নিপীড়নে আকস্মিক প্রস্থান বুঝি
শিকড় হতে উত্থিত আল্পনা বিস্ময়ের মোড়ক খুলি
নির্মম একাকিত্বের কল্পনা বিগলিত হাসিতে ভুলি।
.
উজানে পালতোলা নৌকায় বৃথাই দাড়ানোর নেশা
অপাংক্তেয় বানের জলে ভুলে যেতে বসেছি পেশা
বিদ্রুপের হাসি ফুঁসে উঠে দাম্ভিকতা প্রকট হয়েছে
নিজেকে অচেনা মনে হয় ভগ্ন হৃদয়ে বসে রয়েছে।
.
বনবীথিকার বিষণ্ন মর্মরে শুকনো পাতার মতো
জড়িয়ে থাকা মায়াজালে বাঙময় হয়ে রবে কতো
উৎকট রূপ ধারণ করে অপলক তাকিয়ে থাকি
একাকিত্ব সময়ে প্রাণহীন অনেকটা পথ আছে বাকি।
.
খুলে দিয়ে দখিনা বাতায়ন অবাক নয়নে হারালাম
সুখ পিয়াসী মন উঠোনে দুঃস্বপ্নেই ঘুরে দাঁড়ালাম
আপন ঘরে চোরাগলির রূপ ছ'টায় উদ্ভাসিত প্রাণ
বেরিয়ে আসে হৃদয়- স্পন্দন বুক ভরা সুরভি ঘ্রাণ।
.
তনুর তিমিরে নির্মম ক্লেদে আজো মিথ্যে প্রদীপ জ্বালি
অনুভূতির দেয়ালে বিবর্ণ বেদনা সাদা হরফের কালি
অন্তর্জালের স্রোতে বিভ্রান্ত মনে তবু রিক্ত প্রহর কাটে
কোন সমীকরণ সিদ্ধ নয় জানি তুমি হীনা তটিনীর ঘাটে।
.
নাবিহা ফ্যাশন হাউস
ফরিদপুর, জহুরনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম