আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠনের সম্মতি না পাওয়ায় বিদেশি চলচ্চিত্র আমদানি করা যাচ্ছে না বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে, সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা বলছেন সিনেমা হল থেকে প্রযোজকরা টাকা পায় না। প্রথম দিকে আমরা সিনেপ্লেক্সগুলোতে একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দিতে পারি। পরবর্তী ধাপে আমরা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে যাই।’চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক, পরিচালক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা বাণিজ্য, শিল্প ও এনবিআরকে নিয়ে একটি যৌথ মিটিং ডেকে একটা নির্দেশনা খুব সহসা জারি করতে পারব বলে আশা করছি। প্রকৃতপক্ষে চলচ্চিত্রের বিশেষ করে সিনেমা হলের যে অবস্থা! অনেকগুলো হল বন্ধ হয়ে গেছে। হল না থাকলে তো চলচ্চিত্র বাঁচবে না। কারণ চলচ্চিত্র প্রদর্শনের মূল মাধ্যম হচ্ছে হল।’
সিনেমা হল ও চলচ্চিত্রের স্বার্থে বিদ্যুৎ বিলের বিষয়টি বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। সভায় সিনেমা হল রক্ষা এবং হলে বিক্রি হওয়া টিকিটের মূল্য থেকে ট্যাক্স বাদ দিয়ে মোট মুনাফার অর্ধেক দাবি করা হয়। পাশাপাশি মালামাল আমদানিতে সরকারের কাছে সুবিধা চান চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম