আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন,জন্মাষ্টমী পালনে যাতে কোনো সমস্যা না হয়,সেজন্য ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে জন্মাষ্টমীর শোভাযাত্রায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কমিশনার গোলাম ফারুক। শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ৬ সেপ্টেম্বর ঢাকায় জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হবে। এই উৎসবকে ঘিরে কোনো হুমকি থাকলে পুলিশকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান খন্দকার গোলাম ফারুক।
ডিএমপি কমিশনার বলেন,নির্বাচনের বছর হওয়ায় বিরোধী দলগুলো এখন আন্দোলনের দিকে মনোনিবেশ করছে। তবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে থাকে। খন্দকার গোলাম ফরুক আরও বলেন,জন্মাষ্টমীকে কেন্দ্র করে কেউ যেন সাইবার দুনিয়ায় অপপ্রচার চালাতে না পারে, সেজন্য আমাদের সাইবার পুলিশ টিম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলাদাভাবে প্রেজেন্টেশন দেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার। সভায় প্রতিটি মন্দিরে উচ্চমানের সিসিটিভি ক্যামেরা স্থাপন,নির্দিষ্ট সময়ে শোভাযাত্রা শুরু ও শেষ করা,নির্দিষ্ট ইউনিফর্ম ও আইডি কার্ডধারী পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখা, শোভাযাত্রার মধ্যে কোনো ব্যবধান না রাখা ও শোভাযাত্রায় ব্যাগ না রাখার পরামর্শ দেওয়া হয়। আজান ও নামাজের সময় গান বাজানো বন্ধ করার পরামর্শও দেওয়া হয়।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম