আমাদেরবাংলাদেশ ডেস্ক: বাংলাদেশের জন্য শোকাবহ মাস `আগস্ট’। স্বাধীনতার জন্য দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধের কিংবদন্তী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল।
স্বাধীন বাঙালী জাতির জনককে স্মরণ করলে তাঁর দীর্ঘ ত্যাগী রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব আর দেশ গড়ার স্বপ্নের আলোচনাই প্রাধান্য পায়। সেসবের পাশাপাশি বঙ্গবন্ধুর সাহচর্য পাওয়া সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা এবার বৈশাখী টেলিভিশনকে ব্যক্তি শেখ মুজিব নিয়েও তাদের স্মৃতির কথা বলেছেন।
ব্যক্তি ও রাজনীতিক বঙ্গবন্ধুকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক ধারাবহিক আয়োজনে আজ রাজনৈতিক অঙ্গনের ক’জন ব্যক্তিত্বের স্মৃতি
দেশের বড় রাজনৈতিক ধারার প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতির জন্যই তার জীবন ছিল। স্বভাবিকভাবেই তাঁর রাজনৈতিক বন্ধু ও শত্র“র অভাব ছিল না। যাদের সান্নিধ্যে তিনি রাজনীতি শুরু করেছিলেন তারা কেউ নেই। যারা তাঁর সান্নিধ্যে রাজনীতি করেছেন তেমন অনেকেই আজও আছেন। তাদের ক’জন সেই সৌভাগ্যকে সম্পদ মনে করেন।
তাঁর সাথে রাজনীতি করার স্মৃতি হাতরে ক’জন বললেন, জনমুখী রাজনীতির কারণে বঙ্গবন্ধু এবং তার ধানমন্ডির বাড়ি হয়ে উঠেছিল দেশের মানুষের ঠিকানা।
বঙ্গবন্ধুর দূরদর্শীতা এবং তীক্ষ্ন স্মৃতিশক্তি তীব্রভাবে আকর্ষণ করতো রাজনীতির সহকর্মীদের।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম