নতুন অধিনায়কের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তের কাঁধে আগামী এক বছরের জন্য জাতীয় দলের নেতৃত্ব দায়িত্ব চলে আসবে। এসেছেন নতুন নির্বাচক। নানা সমালোচনা আর বিতর্কে থাকা মিনহাজুল আবেদীন নান্নু কে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমনও। নতুন করে চূড়ান্ত হয়েছে আগামী এক বছরের বিসিবি কেন্দ্রীয় চুক্তি , তবে এতকিছুর মাঝে চাপা পড়ে গিয়েছে সহ-অধিনায়কের আলোচনা। জাতীয় দলের সামনে কর্ম সূচি। মাঠে শান্তর ডেপুটি কে হবেন, সেই আলোচনাও নিশ্চিত ভাবেই হয়েছে বোর্ড সভার আলোচনা অনুষ্ঠানে। তবে বিষ্ময়ের ব্যাপার, তবে শান্তর ডেপুটি ইস্যুতে আসেনি কোনো সমাধান এখন পর্যন্ত।
বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সহ-অধিনায়ক আমরা সিরিজ বাই সিরিজ করতে চাচ্ছি। সমস্যাগুলো হচ্ছে, সব ধরনের খেলাতে সব খেলোয়াড় থাকবে কিনা নিশ্চিত না। একজন খেলোয়াড় সব ফরম্যাটে থাকবে কিনা নিশ্চিত না আমরা। কেউ টেস্ট বা ওয়ানডেতে থাকলে টি-টোয়েন্টিতে নাও থাকতে পারে অনেকে। আবার ওয়ানডে বা টি-টোয়েন্টিতে থাকলে টেস্টে নাও থাকতে পারে।’
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম