আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রেম মানে না বাধা মানে না জাত কুল,তাই প্রেমের টানে চলে গেল বহুদূর । প্রেমের জন্য সম্রাট আলী আহসান তার প্রেমিকার জন্য বানিয়েছেন তাজমহল। শাহজাহান সিরাজ বানিয়েছেন রাজপ্রাসাদ। আর টাইটানিকে চড়ে মারা গেছে রোমিও জুলিয়েট নামে দুই কপোত কপোতী। এই কথাটাই যেনো আবারো প্রমাণিত হলো নতুন করে। তাই এবার প্রেমের টানে নোয়াখালী থেকে সাঁতার কেটে মায়ানমার চলে গেলে বাংলাদেশের এক তরুণী। তার বাড়ি নোয়াখালীর মাইজদি।
ফেসবুকে মায়ানমার থেকে বাংলাদেশে আসা আব্দুল বাসিত নামে এক রোহিঙ্গার সাথে পরিচয় হয় তার। সেখান থেকেই প্রেম,প্রেম থেকে ভালোবাসা। নেশা বিক্রি করে ধরা খাওয়ায় এই যুবককে মায়ানমারে ফেরত পাঠানো হলে ভালোবাসার টানে নোয়াখালী থেকেই সাঁতার কাটতে কাটতে মায়ানমার চলে যান নোয়াখালীর ওই তরুণী। সেখানে গিয়ে তারে পূণঃমিলন হয়।দীর্ঘ এ যাত্রায় এই তরুণী সাগরের মাছ খেয়ে জীবনধারণ করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম