আমাদেরবাংলাদেশ ডেস্ক :আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে বুয়েট ছাত্রদের আন্দোলনের মুখে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো বিশ্ববিদ্যালয়টিতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড। ছাত্র ও শিক্ষকরা প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন না। একইসাথে আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর আজ শুক্রবার বিকালে বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম এই ঘোষণা দেন।১০ দফা দাবি মেনে নেয়ার ঘোষণাও দিয়েছেন ভিসি। এই ঘটনার পর নিজের অনুপস্থিতির জন্য ছাত্রদের কাছে ক্ষমা চান অধ্যাপক সাইফুল ইসলাম।
শিক্ষার্থীদের ১০ দফা দাবি মানার জন্য শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে বিকালে ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেন ভিসি।গত ৭ অক্টোবর রাতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।
এই মামলায় ইতিমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম